Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
১নং ধানীখোলা ইউনিয়ন ব্যানার
বিস্তারিত

ধানীখোলা উচ্চ বিদ্যালয়টি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলাধীন ১নং ধানীখোলা ইউনিয়নের প্রাণ কেন্দ্রে অবস্থিত। ব্রহ্মপুত্রের শাখা নদী সুতিয়ার পশ্চিম পার্শ্বে ধানীখোলা বাজারের ১৫০ মিটার পশ্চিমে ও নাগেশ্বরী নদীর ২০০ মিটার পূর্বে ১নং ধানীখোলা ইউনিয়ন পরিষদের পার্শ্বে অবস্থিত। বিদ্যালয়টি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বইলর মোড় হতে ২ কিলোমিটার পশ্চিমে কালীর বাজার ফুলবাড়ীয়া রোড সংলগ্ন উত্তর পার্শ্বে অবস্থিত। বর্তমানে বিদ্যালয়ে ৯ কÿ বিশিষ্ট একটি ৩ তলা  ভবন সহ একাধিক একাডেমিক ভবন রয়েছে যার মধ্যে একটি কম্পিউটার ল্যাব, গ্রন্থাগার, এবং সমৃদ্ধ বিজ্ঞানাগার। বর্তমানে বিদ্যালয়ে মানবিক, বাণিজ্য, বিজ্ঞান ও কম্পিউটার বিষয় চালূ আছে। বিদ্যালয়ের মোট জমির পরিমাণ ৫.৫২ একর

 

ইতিহাস

উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক মরহুম আবুল কালাম সামসুদ্দিন সাহেবের পিতা মরহুম সাহেদুলস্নাহ মন্ডলের অমিত্মম ইচ্ছায় তার দ্বিতীয় ছেলে মরহুম ইয়াকুব আলী মন্ডলের নেতৃত্বে ত্রিশালের উত্তর অঞ্চলে মাধ্যমিক পর্যায়ে শিÿা বিসত্মারের লÿÿ্য ধানীখোলার নেতৃস্থানীয় সকল অঞ্চলের মরম্নববীদের সর্বাত্মক সহযোগীতায় ধানীখোলা উজান ভাটি পাড়া মন্ডল বাড়ীর উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয় প্রতিষ্ঠার সময় যারা জমি দান করেছেন তারা হলেন ইয়াকুব আলী মন্ডল ও সাহাব উদ্দিন মন্ডল যার পরিমান ১.০৪ একর। মাহমুদ হোসেন মন্ডল গং ০.৭৩ একর, শেখ খলিলুর রহমান ০.২৬ ও অন্যান্যদের মধ্যে উজান ভাটি পাড়া খা বাড়ির ঈমান আলী খান সহ আরো অনেকে। দাতা হিসেবে ঐ সমযে বিদ্যালয়ের জন্য ১০০ হাত কাচা ঘরের সমসত্ম চালার টিন দিয়েছিলেন মরহুম আবুল মুহসিন তরফদার ও প্রাক্তন এম.পি মরহুম আব্দুস সালাম তরফদার সাহেব। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিÿক হিসেবে তাদানিমত্মন দৈনিক আজাদ পত্রিকার সহকারী সম্পাদক জনাব আফতাব উদ্দিন আহম্মদ চাকরি পরিত্যাগ পূর্বক প্রধান শিÿক হিসেবে ধানীখোলা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। তিনি আমৃত্যু এই পদে ছিলেন। বিদ্যালয়ের খেলার মাঠ প্রতিষ্ঠার জন্য ষাট দশকের শুরম্নতে ১নং ধানীখোলা ইউনিয়নের চেয়ারম্যান মরহুম আবুল মুহসিন তরফদার ও তার পরিষদের সদস্য বৃন্দ সর্বসম্মতিক্রমে ইউনিয়ন পরিষদের সম্পত্তি হইতে ২.৫২ একর জমি বিদ্যালয়ের অনুকূলে রেজিষ্ট্রী করিয়া বিদ্যালয়কে দান করেন।